লকডাউনে বন্ধ ব্যবসা, তার উপর ঘূর্ণিঝড় আম্ফান, চিন্তার ভাঁজ পান চাষিদের কপালে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ক্রমাগত রাজ্যের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমফান। তার কারণে গোটা হাওড়া জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরাও। উলুবেড়িয়া ২ নং ব্লকের বিভিন্ন জায়গায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে কয়েক হাজার পান চাষী।

চলতি বছরে আবহাওয়ার খামখেয়ালীপনায় বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে পানের চাষ। তারপরে আবারো নতুন উদ্যমে পান চাষ করেছেন এই সমস্ত চাষীরা। আবহাওয়া দফতরের সতর্ক বার্তায় আবারো ভীত সন্ত্রস্ত পান চাষীরা। তাই সকাল থেকেই তারা নেমে পড়েছেন পান বোরোজ বাঁচানোর কাজে।

বাঁশ ও তার দিয়ে টান দিয়ে বোরোজ বাঁচানোর কাজ করছেন তারা। যাতে করে প্রবল ঝড়ে পান বোরোজ ভেঙে না পড়ে। প্রয়জনে সারারাত জেগেও তারা কাজ চালিয়ে যাবেন বলে জানালেন এই সমস্ত পান চাষীরা।

উলুবেড়িয়া ২ নং ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের আঁধারমানিক এলাকার এক চাষী বিশ্বনাথ মাইতি জানান ব্লক থেকে ঝড় আসার খবর পেয়েই বোরোজ বাঁচাতে কাজে লেগেছি। বাঁশ, তার আর লেবার খরচ নিয়ে অনেক টাকা খরচ হয়েছে। এমনিতেই ভাইরাসের কারণে পান বিক্রি হচ্ছে না।

তার উপর বোরোজ পড়ে গেলে আর ঘুরে দাঁড়াতে পারবোনা। তিনি আরো বলেন একশো গাছের বোরোজ তৈরি করতে এক লক্ষ টাকা খরচ। আর খরচ করার ক্ষমতা নেই। সরকার কতো আর সাহায্য দেবে। তিনি বলেন খুব আতঙ্কে রয়েছি। ঘূর্ণিঝড় যেন এদিকে না আসে। তবেই আমরা বাঁচতে পারবো।