কঠোর লকডাউনের জের, উদয়নারায়ণপুরে একধাক্কায় কমল আক্রান্তের সংখ্যা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কঠোর অধ্যাবসায়ই যেমন সাফল্যের চাবিকাঠি, তেমনই কঠোর লকডাউনই করোনা সংক্রমণ রোধের মূল হাতিয়ার। সেই নিদর্শনই রাখল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর। উল্লেখ্য, কঠোর লকডাউন চালুর আগে যেখানে উদয়নারায়ণপুরে সংক্রমণের হার ১০% ছিল তা গত ১০ দিনে একধাক্কায় ৫% শতাংশে নেমেছে। গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরে ১১ টি কন্টেনমেন্ট জোন থাকায় গত ১১ ই জুলাই থেকেই সমগ্র ব্লক জুড়েই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসনে। বন্ধ দোকানপাট, বন্ধ যান চলাচল। হাওড়া-হুগলির সীমান্তবর্তী বকপোতা সেতুতে চলছে নাকা চেকিং। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ১১ ই জুলাইয়ের আগে অব্ধি উদয়নারায়ণপুরে প্রায় ১১০০ জনের লালারস পরীক্ষা হয়েছিল। সেখানে ১০০ জনের দেহে করোনার সন্ধান মেলে। তারপর থেকে ব্লক জুড়ে কঠোর লকডাউনের জেরে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে প্রশাসন সূত্রে খবর, গত ১০ দিনে নতুন করে মাত্র ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাই উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন ও পুলিশের তরফে ২৬ শে জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ রোধে প্রশাসনের এহেন ভূমিকায় খুশি স্থানীয় মানুষও।