আম্ফানের জেরে গ্রামীণ হাওড়ায় ভেঙে পড়েছে অসংখ্য পান বরজ, পান চাষীদের মাথায় হাত

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফানের অভাবনীয় আস্ফালনে লন্ডভন্ড হয়ে গেছে গ্রামীণ হাওড়ার বিভিন্ন অঞ্চল। তার পাশাপাশি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চাষবাষ।

ভেঙে পড়েছে কয়েক হাজার পান বরজ। দীর্ঘ লকডাউনের জেরে এমনিতেই প্রায় দীর্ঘ দু’মাস কোনোরকম ব্যবসা হয়নি পান চাষীদের। তারমধ্যে আমাফানের জেরে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়েছে গ্রামীণ হাওড়ার কয়েক হাজার পান চাষীর।

বাগনান-১ ব্লকের পূর্ণাল গ্রামের পান চাষী অরূপ হাইত হতাশার সুরে বলেন, “এমনিতেই দু’মাস কোনো পান বিক্রি হয়নি, কোনো রকমে দিন গুজরান হচ্ছিল। তার মধ্যে গত রাতে বিধ্বংসী ঝড়ে পান বরজ ভেঙে গেছে। জানি না কিভাবে আবার বরজ ঠিক করবো।”