করোনার জেরে বেলুড়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের সমস্ত অনুষ্ঠান বাতিল, জানালেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই ১ লা মে। রামকৃষ্ণ আন্দোলনের অন্যতম তাৎপর্য একটি দিন।১৯৮৭ সালের ১ লা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। এই পবিত্র তিথি উপলক্ষে প্রতি বছরই বেলুড় মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিশনের প্রাক্তনীরা ছাড়াও ভিড় জমান বহু ভক্ত। কিন্তু, এবার করোনা ও লকডাউনের জেরে সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, “করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবছর পয়লা মে তারিখে রামকৃষ্ণ মিশনের ১২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেলুড় মঠ এবং বলরাম মন্দিরে কোনও অনুষ্ঠান হবে না।”