করোনা সংক্রমণের জের, বন্ধ করে দেওয়া হল গড়চুমুক পর্যটন কেন্দ্র

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভোট আবহের মাঝেই ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে করোনা। বাংলার অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা সংক্রমণের প্রভাব পড়ল জেলার পর্যটনের উপর।

পর্যটকদের সুরক্ষার কথা ভেবে বন্ধ করে দেওয়া হল শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্র। গড়চুমুক পর্যটন কেন্দ্র পরিচালনা করে হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, করোনা সংক্রমণের জেরে বুধবার থেকে আগামী ১৫ ই মে অব্ধি গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৎকালীন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, রাজ্যের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে গ্রামীণ হাওড়ার এই পর্যটনকেন্দ্র। নদী তীরবর্তী বিস্তীর্ণ স্থানে গড়ে উঠেছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। ফি-বছর বহু মানুষ এখানে আসেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পরিষদ।