নিজস্ব সংবাদদাতা : আম্ফানের তান্ডবে লন্ডভন্ড গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লক। ভেঙেছে অজস্র ছোটোবড়ো গাছ, কাঁচাবাড়ি। এর পাশাপাশি আম্ফানের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ হাওড়ার আমতা থানার চন্দ্রপুর এলাকার একটি নির্মীয়মান বৃহৎ কারখানা।

সূত্রের খবর, আমতা-রাণীহাটি রোড সংলগ্ন বেশ কয়েক একর জমির উপরে দীর্ঘদিন ধরে এই কারখানাটি গড়ে উঠছিল। কারখানাটির স্টিলের কাঠামো লাগানোর কাজ প্রায় শেষপর্যায়েই পৌঁছে গিয়েছিল। কিন্তু, আম্ফানের তান্ডবে স্টিলের এই কাঠামো বেঁকে তছনছ হয়ে গিয়েছে।

এছাড়াও, এই কারখানার জন্য আমতা-হাওড়া রেললাইন থেকে বেশ কিছুটা রেলের ট্র্যাকও পাতা হয়েছিল। তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে নির্মীয়মান এই কারখানাটির।

আমতার বুকে এই বৃহৎ কারখানা নির্মাণ হওয়ায় দ্রুত কর্মসংস্থানের আশা দেখেছিলেন অনেক মানুষই, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে নির্মীয়মান এই কারখানাটির স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটাই সময় লাগবে বলে মনে করছেন আমতার বহু মানুষ।