নির্বাচনী প্রস্তুতি! উলুবেড়িয়ায় মিমের পর্যবেক্ষকদের সাথে স্থানীয় নেতাদের বৈঠক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিহার ভোটে ইতিবাচক ফলের পরই বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে আসাদউদ্দীন ওয়াইসির দল মিম। ইতিমধ্যেই বাংলায় এসে বৈঠক সেরেছেন স্বয়ং মিম প্রধান। মিম এরাজ্যে একাই লড়বে নাকি আব্বাস সিদ্দিকীর সাথে জোটবদ্ধ হয়ে আসন্ন ভোট যুদ্ধে নামবে তা এখনো চূড়ান্ত নয়।

কিন্তু, প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ মিম কর্তারা। সম্প্রতি মিমের পর্যবেক্ষকরা উলুবেড়িয়ায় এসে স্থানীয় দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন। মিম সূত্রে জানা গেছে, উলুবেড়িয়ার বাজারপাড়ায় দলের পর্যবেক্ষক সামাদ বিন আদাব, সেলিম বেগ, জাফর খানরা হাওড়া জেলা নেতৃত্বের সাথে বৈঠক করেন। বৈঠকে সংগঠনের সামগ্রিক অবস্থা, আগামীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। এর পাশাপাশি, স্থানীয় এলাকা ঘুরে দেখেন মিমের পর্যবেক্ষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাশ্ববর্তী রাজ্য বিহারে বিধানসভা নির্বাচনে মাত্র কুড়িটি আসনে প্রার্থী দিয়ে পাঁচটি দখল করেছে মিম। আরও দুটি আসনে খুব কম ভোটে  হেরেছে। এই সাফল্যের জেরে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রার্থী দিয়ে বেশ কিছু আসনে জয়লাভের স্বপ্ন দেখছে মিম।

মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি উলুবেড়িয়ার বেশ কিছু অঞ্চলে মিমের ভালো প্রভাব রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। কিন্তু, সেই প্রভাব আসন্ন নির্বাচনে ইভিএমে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়।