নারকেল চাষে জোর, শ্যামপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রাম বাংলায় নারকেল গাছের সংখ্যা অনেক বেশি হলেও নারকেলের ব্যবসায়ীক দিক নিয়ে খুব একটা কাউকে ভাবতে দেখা যায়না। নারকেল চাষের একাধিক গুণ রয়েছে। একদিকে নারকেল চাষ করে যেমন আর্থিক লাভ মেলে তেমনই প্রকৃতির ক্ষেত্রেও এই গাছের গুরুত্ব অনস্বীকার্য। নারকেল চাষীদের উৎসাহিত করতে শ্যামপুরের গাদিয়াড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনাসভা৷ আলোচনা সভায় উপস্থিত চাষীদের কাছে আলোচকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। কীভাবে নারকেল গাছ লাগাতে হবে, তার পরিচর্যাই বা কেমন হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কী, কীভাবে লাভ সম্ভব — এই সমস্ত বিষয়ে সবিস্তারে আলোচকরা আলোচনা করেন। এদিনের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর হোমিও দেবনাথ, শ্যামপুর-১ ব্লক কৃষি আধিকারিক দীপাঞ্জনা রায়, শ্যামপুর থানা নাগরিক ফোরামের সভাপতি উত্তম রায়চৌধুরী সহ অন্যান্যরা।