যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, এক্সিকিউটিভ লাউঞ্জের সূচনা হাওড়া স্টেশনে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এবার যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে চালু হয় এক্সিকিউটিভ লাউঞ্জ। বিমানবন্দরের মতোই অত্যাধুনিক পদ্ধতিতে এই লাউঞ্জটি গড়ে তোলা হয়েছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ২৬৮ বর্গ মিটার এলাকা জুড়ে এই লাউঞ্জটি গড়ে তোলা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

এখানে রয়েছে ফুড এব বেভারেজ, বেবিকেয়ার রুম, পাঁচ শয্যা বিশিষ্ট ডরমেটরি, ৪ টি এসি ডিলাক্স রুম, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচালয়। রেল সূত্রে জানা গেছে, যেকোনো যাত্রীই ঘন্টা প্রতি ৫০ টাকার বিনিময়ে লাউঞ্জে প্রবেশ করতে পারবেন। এক্সিকিউটিভ লাউঞ্জটির উদ্বোধন করেন হাওড়ার ডিআরএম মণীষ কুমার জৈন।