উলুবেড়িয়া উত্তরে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম, ব্যাপক উত্তেজনা, পুলিশের ‘লাঠিচার্জ’

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম, ভিভিপ্যাট উদ্ধারের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভার তুলসীবেড়িয়ায়। উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী চিরন বেরার অভিযোগ, তুলসিবেড়িয়ার তৃনমূল নেতা গৌতম ঘোষ রাতের অন্ধকারে কমিশনের গাড়ি নিয়ে ৪ টে ইভিএম ও ৪ টে ভিভিপ্যাট নিজের বাড়িতে রাখার সময় হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা।

রিগিং করতেই পরিকল্পিত ভাবেই এগুলো আনা হয়েছিল বলে তাঁর অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরই জমায়েত হঠাতে কেন্দ্রীয়বাহিনী ও পুলিশ ব্যাপক ‘লাঠিচার্জ’ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যান উলুবেড়িয়া-২ ব্লকের বিডিও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।