স্কুলে ‘দুয়ারে সরকার’, টেস্ট পরীক্ষার সূচি বদল! বিতর্ক উলুবেড়িয়ার স্কুলে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : স্কুলে চলছে দুয়ারে সরকার। আর তার জেরে দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার রুটিন বদল করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে উলুবেড়িয়ার করাতবেড়িয়া হাই স্কুলে। জানা গেছে, পর্ষদের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ ই নভেম্বর থেকে টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। সেই মোতাবেক বিভিন্ন স্কুলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা। কিন্তু অন্য চিত্র উঠে এসেছে উলুবেড়িয়া-২ ব্লকের করাতবেড়িয়া হাই স্কুলে। বৃহস্পতিবার স্কুলে ছিল ‘দুয়ারে সরকার’। স্কুলের একতলায় চলছে ‘দুয়ারে সরকার’, শ’য়ে শ’য়ে মানুষ আসছেন। আর দোতলায় চলছে বিদ্যালয়ের পঠনপাঠন। পাশাপাশি বৃহস্পতিবারের পরিবর্তে আগের দিন অর্থাৎ বুধবারই নেওয়া হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা এমনটাই অভিযোগ অভিভাবকদের। আর তা নিয়েই জোর বিতর্কে শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই, বুধবার পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। তাই বৃহস্পতিবার দশম-দ্বাদশ শ্রেণীর ক্লাস ছুটি। পঞ্চম থেকে নবম শ্রেণীর ক্লাস চলছে। এটি কোনও সমস্যার বিষয় নয়। তবে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন, এখানে পরীক্ষা আছে বলে আমরা জানতাম না। আগে জানলে অন্য ব্যবস্থা করা হত।