নিজস্ব সংবাদদাতা : পারিবারিক বিবাদের জেরে দাদাকে কাটারি দিয়ে কোপ মারার অভিযোগ উঠল খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার বাঁটুল কলতলা এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শম্ভুনাথ দোলুই নামের এক যুবক।
সূত্রের খবর, বেশ কয়েকমাস ধরেই একটি পারিবারিক বিষয় নিয়ে শম্ভুনাথের সাথে তার খুড়তুতো ভাই প্রসাদ দোলুইয়ের বিবাদ চলছিল। এর আগেও বেশ কয়েকবার উভয় পক্ষের মধ্যে মারামারি হয় বলে জানা গেছে।
অভিযোগ, শনিবার দুপুরে ফের দু-পক্ষের মধ্যে বচসা শুরু হলে প্রসাদ দোলুই তার দাদা শম্ভুনাথ দোলুইকে কাটারি দিয়ে সজোরে কোপ মারে। এই ঘটনায় গুরুতর আহত হন শম্ভুনাথ।
তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পটলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে শম্ভুনাথকে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।