‘আমি নারী, আমি পারি’, বাগনানে নারী দিবসে দেওয়াল লিখে অভিনব বার্তা মহিলাদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সমাজে মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই। ‘আমি নারী, আমি পারি’ — আন্তর্জাতিক নারী দিবসে এই বার্তাকে সাথে নিয়েই রঙের কৌটো, তুলি হাতে দেওয়াল লিখনে নেমে পড়লেন মমতা, মিঠু, চায়নার মতো মহিলারা। ভোটের প্রাক্কালে সোমবার আন্তর্জাতিক নারী দিবসে এমন ছবিই ধরা পড়ল গ্রামীণ হাওড়ার বাগনান কাছারিপাড়া এলাকায়।

বাগনান কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে মিঠু দাস, চায়না বেগম, মমতা বেরারা সোমবার সকালে রঙ, তুলি হাতে স্থানীয় এলাকায় দেওয়াল লিখতে বেরিয়ে পড়েন। তাঁদের কথায়,”রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। মহিলারা সমাজে কোনো অংশে পিছিয়ে নেই। সে-ই বার্তাই পৌঁছে দিতে আজ আমরা দেওয়াল লিখনে সামিল হলাম।”

বাগনান-১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা চন্দ্রনাথ বসু জানান, “আমরা দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তিনি একজন মহিলা হয়ে দেখিয়ে দিয়েছেন তিনি কী পারেন। আজ তাঁকে রুখতে দেশের যত নেতা আছে সপ্তাহে-সপ্তাহে তাদের বাংলায় ছুটে আসতে হচ্ছে। কিন্তু, বাংলা নিজের মেয়ে মমতাকেই চায়। আর সেই লড়াইয়ে সামিল আমরা।” উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও বেশ কিছু বুথ মহিলা দ্বারা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।