নিজস্ব সংবাদদাতা : বিদ্যালয় তো অনেক রকম ভাবে সাজানো যায়। কিন্তু বিদ্যালয়ের দেওয়াল গুলি যদি ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের কাছে প্রানবন্ত করা যায়। আর তা যদি হয় তাদেরই পাঠ্যসূচী বা প্রাপ্য ঞ্জানের বিষয়।
এই রকমই চিন্তা ধারা নিয়েছে শ্যামপুর থানার ২ নং ব্লকের নকুল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মুখার্জী ও অন্যান্য শিক্ষক মহাশয় রা। তাদের দাবি এই রকম প্রানবন্ত দেওয়াল গুলি শিশু দের কাছে খুব সহজেই বোধগম্য হবে। তাদের ঞ্জানের পরিধি ও বাড়বে।