ধুলাগড় সহ সমস্ত টোলপ্লাজায় ফাস্টট্যাগ আবশ্যক, অন্যথা দিতে হবে দ্বি-গুণ টাকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সোমবার মধ্যরাত থেকেই জাতীয় সড়ক সহ সমস্ত টোলপ্লাজায় চালু হচ্ছে একশো শতাংশ ফাস্টট্যাগ। ক্যাশলেস করার উদ্দেশ্যে দেশজুড়ে ফাসট্যাগ বাধ্যতামূলক করার কাজ শুরু হয়েছে।

বিভিন্ন টোলপ্লাজার মতোই হাওড়া ধুলাগড় টোলপ্লাজাতেও চলছে ফাস্ট ট্যাগ লাগানোর কাজ। গাড়িতে ফাস্টট্যাগ না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল ফি। ধূলাগড় টোল প্লাজায়তেও ফাস্ট ট্যাগ না থাকলে দ্বিগুণ টোল ফি দিতে হচ্ছে গাড়ি চালকদের।

কিছু চালকের অভিযোগ, ফাস্ট ট্যাগ থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটির কারণে তা কাজ করছেনা। বাধ্য হয়েই তাদের ফাস্ট ট্যাগ থাকা সত্ত্বেও দ্বিগুণ টোল দিতে হচ্ছে।