নিজস্ব সংবাদদাতা : আমতা-রাণীহাটি রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কমপক্ষে তিন জনের, আহত প্রায় ৩০ জন। বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-রাণীহাটি রোডের পাঁচলা থানার ধুলোরবাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে একটি বেসরকারি যাত্রীবোঝাই বাস সল্টলেকের করুণাময়ী থেকে যাত্রী নিয়ে জয়পুর থানার মুচিঘাটা আসছিল। আমতা-রাণীহাটি রোডের পাঁচলার ধুলোরবাঁধে উল্টোদিক থেকে আসা একটি লরির সাথে মুচিঘাটাগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখনো অব্ধি ৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের নাম, পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার জেরে আমতা-রাণীহাটি রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।