আম্ফানের জেরে চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা! জোরকদমে মেশিনে ধান কাটছেন গ্রামীণ হাওড়ার কৃষকরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মাঝেই পাকা ধানে মই দিয়েছে প্রকৃতির খামখেয়ালিপনা। কালবৈশাখীর তান্ডবে বিঘার পর বিঘা ধান নষ্ট হয়েছে।

তা-ই এবার আর বিলম্ব না করেই ‘আম্ফান’-এর আগেই পাকা ধান কাটতে মাঠে নেমেছেন গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা-২, আমতা-১ সহ বিভিন্ন ব্লকের বহু কৃষক।

এপ্রিলের শেষ দিকেই প্রশাসনের তরফে ‘আম্ফান’এর সতর্কবার্তা মিলেছিল। তাই অনেক আগেভাগেই সচেতন হয়েছেন গৌর, অমল, দুলালের মতো চাষীরা। আবার অনেকেই মাঠে ধান রেখেছিলেন।

কিন্তু, ‘আম্ফান’ বাংলার উপর আছড়ে পড়ার খবর মিলতেই ঘুম ছুটেছে বহু কৃষকের। লকডাউনের জেরে একসাথে অনেক শ্রমিক পাওয়া মুশকিল।

তাই বিশেষ মেশিনে ভরসা রেখেই চলছে দ্রুত ধান কাটার কাজ। মাঠের ধান ঘরে নিয়ে গিয়ে এই দুঃসময়ে কিছুটা লাভের মুখ দেখার আশায় লড়াই চালাচ্ছেন গ্রামীণ হাওড়ার কয়েক হাজার কৃষক।