অবশেষে মিলল ভিসা, জিব্রাল্টারে স্বপ্নপূরণের পথে উলুবেড়িয়ার তাহরিনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ টালবাহানার পর অবশেষে মিলল ভিসা। আর ভিসা মিলতেই জিব্রাল্টার প্রণালীর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন উলুবেড়িয়া তাহরিনা নাসরিন। ইংলিশ ও বাংলা চ্যানেল(ডাবল) জয়ী বাংলার কৃতি সাঁতারু তাহরিনা স্পেনে অবস্থিত জিব্রাল্টার প্রণালী পার করার স্বপ্ন দেখতেন। ইংলিশ চ্যানেল পার করার পর জিব্রাল্টার চ্যানেল পার করার উদ্দেশ্যে শুরু হয়েছিল কঠোর অনুশীলনও। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভিসা। ২০১৮ ও ২০১৯ সালে ভিসা প্রত্যাখ্যানের পর তিনি ফের স্পেনের ভিসার জন্য সম্প্রতি আবেদন জানিয়েছিলেন। কিন্তু হঠাৎই তা বাতিল হয়ে যায়। সেই মর্মে একটি চিঠিও হাতে পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের কর্মী তাহরিনা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

পরপর তিনবার ভিসা বাতিল হওয়ায় জিব্রাল্টার প্রণালী না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহরিনা। অবশেষে সমস্ত জট কাটিয়ে স্পেনে যাওয়ার ভিসা পেলেন উলুবেড়িয়ার নিমদীঘির কন্যা তাহরিনা নাসরিন। উলুবেড়িয়া সংবাদের প্রতিবেদককে তাহরিনা জানান, বুধবার তিনি দিল্লিতে স্পেনের দূতাবাসে গিয়েছিলেন। সেখান থেকেই ভিসা মিলেছে। তিনি জানান, আগামী ২ রা জুলাই তিনি স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেবেন। ১ লা জুলাই থেকে ১০ ই জুলাইয়ের মধ্যে তাকে সময় দেওয়া হয়েছে। অনুকূল আবহাওয়া অনুযায়ী ওই সময়কালের মধ্যে জিব্রাল্টারে নামবেন বলে তিনি জানান।