নিজস্ব সংবাদদাতা : চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ারকে গ্রেফতার করল উদয়নারায়ণপুর থানার পুলিশ। জানা গেছে, ধৃতকে শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে বহু লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয় সুমিত। কিন্তু বছর গড়িয়ে গেলেও কেউ চাকরি পাননি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, সুমিত চাকরি দেয়নি। এমনকি টাকা ফেরতের জন্য বারবার বলার পর চেক দেয়। সেই চেকও বাউন্স করে যায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
চন্দ্রশেখর বাগ নামের এক যুবকের অভিযোগ, এসএসসি চাকরির প্রলোভন দেখিয়ে তার থেকে ২০১৫ সালে দু’লক্ষ টাকা নেয় সুমিত। সাত বছর কেটে গেলেও সেই টাকা তিনি ফেরত পাননি। শুধু চন্দ্রশেখরই নন, একই অভিযোগে সরব হয়েছেন আরও অনেক যুবক-যুবতী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাকরীপ্রার্থীরা সম্প্রতি আমতা-উদয়নারায়ণপুর রোডের ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তারপরই শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুমিত রঞ্জন কাঁড়ার। এদিন উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।