নিজস্ব সংবাদদাতা : কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার সাপুড় বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত এগারোটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় শ্যামপুরের সাপুড় বাজার এলাকার একটি মার্কেটের মধ্যে থাকা একটি কাপড়ের দোকানে। মুহুর্তের মধ্যে পাশের দোকানেও আগুন ছড়িয়ে যায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। দোকানে মজুত থাকা কয়েক লক্ষ টাকা মূল্যের সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে।