নিজস্ব সংবাদদাতা : বিয়েবাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ফুলেশ্বর বৈকন্ঠপুর এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার বৈকন্ঠপুরের বাসিন্দা বিজয় গন্ডারের বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই সেখানে আগুন লেগে যায়। সেইসময় বিয়েবাড়িতে বহু মানুষ থাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় মানুষই তৎপর হয়ে বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। আগুন লেগে প্যান্ডেলের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের অনুমান, সিলেন্ডার থেকে গ্যাস লিকের জেরেই এই বিপত্তি। দুর্ঘটনার জেরে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।