তৎপর প্রশাসন, উলুবেড়িয়ার রাসমেলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখল দমকল, মকটেস্ট

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা: জমে উঠেছে উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী রাসমেলা। বহু দূরদূরান্ত থেকে প্রত্যেকদিন মেলায় বহু মানুষ আসছেন। মেলায় যেকোনো দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। উলুবেড়িয়া কালীবাড়ির মেলা কর্তৃপক্ষের তরফে মেলায় বসানো হয়েছে অগ্নি নির্বাপক মেশিন। প্রতি তিনটি দোকানের জন্য একটি করে অগ্নিনির্বাপক সিলেন্ডার রাখা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

শুক্রবার এসবই খতিয়ে দেখলেন দমকলের আধিকারিকরা৷ অগ্নিনির্বাপক ব্যবস্থায় একাধিক উদ্যোগ নিয়েছে মেলা কমিটি। যাতে মেলাপ্রাঙ্গণে আগুন জ্বালিয়ে কেউ না রান্না করে তার জন্য কালীবাড়ির পক্ষ থেকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগলে তা কীভাবে দ্রুততার সাথে নেভানো যাবে সেটি হাতে-কলমে করে দেখান দমকল কর্মীরা। রাসমেলা প্রাঙ্গণের অগ্নিনির্বাপক ব্যবস্থা দেখে খুশি দমকল।