নিজস্ব সংবাদদাতা : ভরসন্ধ্যায় চলন্ত মারুতিতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা-বাগনান রোডের বাগনান থানার পূর্ণাল এলাকায়। জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় একটি চলন্ত মারুতিতে।
সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন গাড়ির চালক ও যাত্রীরা। মারুতিটি বাগনান থেকে আমতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। সামনে বিদ্যুতের তার ও গাছ থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত রোডের উপর এভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ায় আমতা-বাগনান রোডে যানজটের সৃষ্টি হয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবর নেই।