নিজস্ব সংবাদদাতা : একটি দোকানে ভয়ানক আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া সুপার মার্কেট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উলুবেড়িয়ার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কুলগাছিয়া সুপার মার্কেটে একটি দর্জির দোকানে আচমকাই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে জানা গেছে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কুলগাছিয়ায় সুপার মার্কেটে আগুন চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকল
Published on: