নিজস্ব সংবাদদাতা : বুধবারের পর ফের বৃহস্পতিবারও বাগনানের গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পার্থ বেরা। ধৃত যুবক বাগনানের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
সূত্রের খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাগনানের দুর্লভপুর গ্রামে পার্থ বেরার বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ পার্থ বেরাকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে একটি বন্দুক ও দু-রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে বাগনানের খাদিনান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। ভোটের আগে বাগনানে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।