নিজস্ব সংবাদদাতা : “জীবন আগের চেয়ে কঠিন হয়ে গেছে। কোথাও চাকরিতে ঢোকানোর জায়গা নেই।” উলুবেড়িয়ায় একটি অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। শনিবার মৎস দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়া কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, আমার কাছে ছাড়াও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের কাছে চাকরীর জন্য প্রতিদিন দু’ই তিন জন আসে। তারা এসে বলে, আমাকে কোনো চাকরিতে ঢুকিয়ে দিন। কোথাও ঢোকানোর জায়গা নেই। যদি মাছ চাষের ট্রেনিং নাও মাছ চাষের তবে জীবনে প্রতিষ্ঠিত হবে। না হলে যদি ঘুরে বেড়াও তাহলে ঘুরে বেড়ানোই জীবনের অবলম্বন হবে।” পড়ুয়াদের প্রতি মৎসমন্ত্রীর আহ্বান,”মাছ চাষের মাধ্যমে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াই। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের নাম করে এও বলেন,”কেউ যদি পাশ করে পুলককে বলেন পাশ করেছি একটা চাকরী দিন পুলক বাবু চাকরী দিতে পারবেনা। হাতে এতো চাকরী নেই। কিন্তু যদি প্রতিষ্ঠিত হতে চাও পুলক বাবু কাজ দিতে পারবে।” তিনি জানান, একটি জায়গা জলাশয় দিয়ে মাছ চাষের জন্য দেওয়া হল। তাতে মাছ চাষ করে রোজগার করতে পারা যাবে। আমরা ট্রেনিং দেব। তাহলে আর অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে হবে না।” উলুবেড়িয়া কলেজে মৎস দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ায় কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।
উলুবেড়িয়া কলেজে মৎস দপ্তরের সেমিনার, মাছ চাষে এগিয়ে আসার আহ্বান মৎসমন্ত্রীর
Published on: