নিজস্ব সংবাদদাতা : একটি পূর্ণ বয়স্ক বাঘরোলের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার বাগনানের মানকুড়ে। জানা গেছে, সোমবার মানকুড় গ্যারেজ মোড় এলাকায় বাঘরোলটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবেশ কর্মীদের সাহায্যে খবর দেওয়া হয় বন দপ্তরে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
মৃত বাঘরোলের দেহ উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তর বাঘরোলটিকে স্ত্রী বাঘরোল হিসাবে চিহ্নিত করে। তারপরই স্ত্রী বাঘরোলটির শাবকদের খোঁজে পরিবেশকর্মীরা ড্রোন ওড়ান। ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে শাবকদের হদিস মেলে। প্রাথমিকভাবে অনুমান, দুর্ঘটনাজনিত কারণে বাঘরোলটির মৃত্যু হয়েছে।