উলুবেড়িয়ার গ্রামে খাঁচায় মিলল বাঘরোল, পরিবেশকর্মীর তৎপরতায় উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভাম ধরার জন্য পাতা খাঁচায় মিলল পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বাঘরোল। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার হীরাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়শই রাতের অন্ধকারে হাঁস, মুরগি ধরে নিয়ে চলে যায় ভাম বা খটাশ। এই অনুমান করেই তাদের ধরার জন্য দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা চাঁদু মিদ্দ্যে খাঁচা বসিয়ে ছিলেন। শুক্রবার ভোরের আলো ফুটতেই দেখা যায় খাঁচায় পড়েছে একটি পূর্ণ বয়স্ক বাঘরোল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ বাঘরোলটিকে দেখতে চাঁদু মিদ্দ্যের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। বিষয়টি সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান পরিবেশকর্মী দেবাশিস সাঁতরা। তিনি বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যান ও বাঘরোলটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া প্রাণীটি একটি পূর্ণ বয়স্ক বাঘরোল। আপাতত বাঘরোলটিকে চিকিৎসার জন্য গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।