রবিবার থেকে বন্ধ উলুবেড়িয়া মহকুমার পাঁচটি লঞ্চঘাট, আঁধারে লঞ্চকর্মীরা!

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় কঠোর রাজ্য সরকার। রাজ্যের নয়া নির্দেশিকা অনুযায়ী, রবিবার সকাল থেকেই বাংলায় সমস্ত গণপরিবহণ বন্ধ থাকবে। সেই নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে উলুবেড়িয়া মহকুমার পাঁচটি লঞ্চঘাট।

যাতায়াতে চরম সমস্যা হলেও করোনা সংক্রমণে রাশ টানতে সরকারের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বহু যাত্রী। তবে লঞ্চ বন্ধ থাকায় আঁধারে লঞ্চ কর্মীরা৷ লঞ্চ কর্মীদের কথায়, দৈনিক মজুরিতে তাঁরা কাজ করেন৷ লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় আপাতত তাঁরা কাজ হারাবেন।

আর তার জেরেই চরম সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখছেন লঞ্চ কর্মীরা। ঘাট মালিক সেখ জাহিদ আব্বাস বলেন, সরকার মানুষের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। সেটা তারা মানবেন। কিন্তু,তার দাবি, সরকার যদি আগের লকডাউনের মত ঘাট লিজের টাকা মুকুব করে তাহলে লঞ্চ কর্মীদের না খেয়ে থাকতে হবেনা।