বাগনানে পতাকা দিবস পালন, পড়ুয়া ও জনপ্রতিনিধিদের পতাকা উপহার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৭ ই ডিসেম্বর দেশজুড়ে পতাকা দিবস পালিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও পড়ুয়াদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দিলেন বাগনানের ‘স্বজন’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত কুমার পালের হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেন সংগঠনের কর্তা চন্দ্রনাথ বসু। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পাশাপাশি, আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, সাবসীট গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাদ্দামকে পতাকা উপহার দেন সংগঠনের সদস্যরা। বাগনানের একটি স্কুলে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে পতাকা তুলে দেন মধুসূদন বাগ, সৈকত খাঁড়ারা। উল্লেখ্য, ১৯৪৯ সাল থেকে দেশের বীর জওয়ান ও শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়। সংগঠনটির সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, “জাতীয় পতাকা আমাদের গর্ব। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা আমাদের আবশ্যক কর্তব্য। দেশমাতার মতোই জাতীয় পতাকাকে আমরা ভালোবাসি ও শ্রদ্ধা করি। তাই আজকের এই আয়োজন।”