উলুবেড়িয়ার ফতেপুরের কিছু যুবকের উদ্যোগে রাস্তার ভবঘুরে ও দুঃস্থদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে ইতিমধ্যেই কার্যত কর্মহীন হয়েছেন বহু মানুষ। মেলেনি শেষ মাসের বকেয়া বেতনও।

এই কঠিন পরিস্থিতিতে সেবাই পরম ধর্ম এই মূলমন্ত্রকে পাথেয় করে বিগত ১৪ দিন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকদিন দুপুরবেলা খাদ্য এবং পানীয় জল প্রদান করে চলেছে উলুবেড়িয়ার ফতেপুর এলাকার কিছু ছাত্র ও যুবক।

তারা প্রতিদিন উলুবেড়িয়ার বিভিন্ন প্রান্তের ১০০ – ১২০ জন পথশিশু, ভিক্ষুক, ভবঘুরে এবং অভুক্ত অসহায় মানুষের সাথে সাথে উলুবেড়িয়া হাসপাতালে আসা রোগীর বাড়ির লোকজনদের দিয়ে চলেছেন এই খাদ্য এবং পানীয় জলের পরিষেবা।

এই ছাত্র-যুবকদের মধ্যে একজন অমিত সাঁতরা জানান, “আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন লকডাউন চলবে ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবো এবং এই কঠিন সময়ে কাউকে অভুক্ত না রাখা, এটাই নিজেদের কর্তব্য বলে মনে করে আমাদের কাজ চালিয়ে যাবো।”