রাসমেলার জের! যানজট এড়াতে উলুবেড়িয়ায় যান চলাচল নিয়ন্ত্রণ

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ঐতিহ্যবাহী রাসের মেলাকে কেন্দ্র করে জমজমাট উলুবেড়িয়া। প্রত্যেকদিনই বহু মানুষ রাসমেলায় আসছেন। কয়েকদিন আগে রাসমেলায় ভিড় উপচে পড়েছিল। এর জেরে কার্যত যানজটে অবরুদ্ধ হয়েছিল উলুবেড়িয়া শহর। তারপরই উদ্যোগী হল পুরসভা। আর কয়েকদিন মেলা চলবে। পাশাপাশি, বছরের শেষ লগ্ন। তাই মনে করা হচ্ছে মেলায় ভিড় উপচে পড়তে পারে। আর তা মাথা রেখেই উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগী হল উলুবেড়িয়া পৌরসভা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

উলুবেড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী ১৮, ১৯, ২০ ও ২৫, ২৬ ও ২৭ শে ডিসেম্বর উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে অটো, টোটো সহ সমস্ত ভারী যানবাহনকে গঙ্গারামপুর মোড় ও ফুলেশ্বরের ১১ ফটক বাসস্ট্যান্ডে আটকে দেওয়া হবে। কেবলমাত্র বিকাল ৩ টে থেকে রাত ১০ টা অব্ধি পাব্লিক বাস চলবে বলে জানা গেছে। এমনকি মোটর সাইকেলকেও উলুবেড়িয়া কোর্ট চত্বর, উলুবেড়িয়া মসজিদ জেটিঘাট ও রবীন্দ্র ভবন চত্বরে আটকে দেওয়া হবে। পাশাপাশি আগত মানুষকে পৌরসভার নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রাখার আহ্বান জানানো হয়েছে।