টোলট্যাক্সে ফাঁকি! বড়ো গাড়ির ভিড় বাড়ছে রাণীহাটি – গঙ্গাধরপুর রোডে, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

রাকেশ মাইতি : ৬ নং জাতীয় সড়কের উপর ধূলাগড়ে টোলট্যাক্স ফাঁকি দিতে বহু গাড়ির চালকই রাণীহাটি-গঙ্গাধরপুর রোড ব্যবহার করছেন। আর তার জেরেই দিনরাত গাড়ির ভিড় লেগেই থাকছে রাণীহাটি-গঙ্গাধরপুর রোডে।

জানা গেছে, টোল এড়াতে বহু গাড়িই রাণীহাটি থেকে গঙ্গাধরপুর রোড নিচ্ছে। খুব সহজেই কম সময়ের মধ্যে গঙ্গাধরপুর হয়ে ধুলাগড়ে উঠে যাচ্ছে। আবার একই ভাবে গঙ্গাধরপুর থেকে গাড়ি রাণীহাটিতে উঠছে। স্থানীয়দের অভিযোগ, মারুতি, পিক আপ ভ্যানের পাশাপাশি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে এই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহনও দাপিয়ে বেড়াচ্ছে।

এর ফলে, রাস্তার অবস্থা যেমন বেহাল হয়ে পড়ছে তার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। এক গাড়ি চালকের কথায়, “শুধু টোল এড়ানোর জন্য নয়, ধুলোগড় টোলপ্লাজা অব্ধি ভীষণ জ্যাম লাগছে। তাই জ্যাম থেকে বাঁচতে এই রাস্তা ধরা।” স্থানীয় মানুষের দাবি, রাণীহাটি-গঙ্গাধরপুর রোড দিয়ে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।