নিজস্ব সংবাদদাতা : লক ডাউনের কারণে দুবেলার আহার জোটাতে সমস্যায় পড়েছেন বহু দুঃস্থ মানুষ।
![](http://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/04/1-26.jpg)
নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়ে দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দিলেন উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর পাপিয়া মন্ডল।
![](http://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/04/2-23.jpg)
বিগত চারদিন ধরে এলাকার প্রায় ৪০০ দুঃস্থ পরিবারকে নিজে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। তিনি জানান লক ডাউনের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
![](http://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/04/4-14.jpg)
তাদের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ। যতদিন লক ডাউন চলবে তিনি তার সাধ্যমতো এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন বলেও তিনি জানান।