উলুবেড়িয়ায় সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার প্রধান শিক্ষক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সরকারি চাকরি দেওয়ার নাম করে উলুবেড়িয়ার এক মহিলার কাছ থেকে বড়ো অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বাহিরতফা গ্রামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম সিদ্ধার্থ শঙ্কর ঘোষ। ধৃত ব্যক্তি উলুবেড়িয়ার কল্যাণব্রত নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

জানা গেছে, উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার এক মহিলাকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে আসছিলেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক। তার বদলে ওই শিক্ষক বেশ কয়েক ধাপে মহিলাটির কাছ থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। চাকরি না দেওয়ায় মহিলা টাকা ফেরত চান। একাধিকবার চেয়েও টাকা ফেরত না পেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

মহিলার অভিযোগ, ২০১০ সালে সিদ্ধার্থ শঙ্কর ঘোষ তাঁকে সরকারি চাকরি দেওয়ার নাম করে তার থেকে ৩ লক্ষ টাকা নেয়। এমনকি অভিযোগকারীনির হাতে একটি ভুয়ো প্যানেল লিস্ট দিয়ে বেশ কয়েক দফায় আরও ৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি ২০১৬ সালে সংশ্লিষ্ট মহিলাটিকে ভুয়ো ইন্টারভিউ লেটার দেওয়া হয়েছিল বলে জানা গেছে। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক জানান, “একটি বেসরকারি সংস্থার সদস্যপদ নেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল। পরে ওই টাকা ফেরত দেওয়া হয়েছে।”