বাগনানে বেসরকারি সংস্থার উদ্যোগে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কল্যাণপুর ইউএএল কংক্রিট নামক একটি বেসরকারি কোম্পানির উদ্যোগে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়ার বাগনানের কল্যাণপুর নিমতলায়। সহযোগিতায় ছিল হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রম।

উদ্যোক্তারা জানান, কোম্পানি চত্বরে আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরে মোট ২২০ জন নিজের চোখ পরীক্ষা করান। তাদের মধ্যে দেড়শোর বেশি লোককে চশমা দেওয়া হবে এবং পঞ্চান্ন জনের বিনা পয়সায় ছানি অপারেশন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এই চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন কোম্পানিটির জেনারেল ম্যানেজার জন্মেঞ্জয় দাস। এছাড়াও কোম্পানির পার্সোনাল ম্যানেজার জয়দীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।