নিজস্ব সংবাদদাতা : আমতার গ্রামে উদ্ধার ১৫ টি তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতার চন্দ্রপুর এলাকায়। জানা গেছে, পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে চন্দ্রপুর গ্রামের একটি ঝোপের মধ্যে দু’টি প্লাস্টিকের ড্রামের মধ্যে তাজা বোমাগুলি রাখা রয়েছে। ঘটনাস্থলে যায় আমতার চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ বোমাগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াডকে। সিআইডির বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
.