আমতায় নিঁখোজ টোটো চালকের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একদিন নিঁখোজ থাকার পর এক টোটো চালকের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা থানার চা খানা এলাকায়। জানা গেছে, মৃত টোটো চালকের নাম শেখ রহিম। জানা গেছে, জগৎবল্লভপুর থানার অন্তর্গত হাবলা গ্রামের বাসিন্দা শেখ রহিম সম্প্রতি একটি টোটো কেনেন। সেই টোটোতেই যাত্রী বহনের কাজ করতেন রহিম। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে যাত্রী তোলার উদ্দেশ্যে মুন্সীরহাট টোটোস্ট্যান্ডে নিজের নতুন টোটো নিয়ে তিনি লাইন দিয়েছিলেন। অভিযোগ, হঠাৎই এক ব্যক্তি এসে রহিমকে বেশি ভাড়ার টোপ দিয়ে আমতায় রিজার্ভ যাওয়ার কথা বলেন। স্বভাবতই রহিম রিজার্ভে যেতে রাজি হয়ে যায়। অভিযোগ, তারপর থেকে আর কোনো হদিস মেলেনি তার। এমনকি তার ফোনও সুইচ অফ। সারাদিন বাড়ি না ফেরায় চারিদিকে শুরু হয় খোঁজাখুঁজি। রাত গড়িয়ে গেলেও তার খোঁজ না মেলাত বাড়তে থাকে উৎকন্ঠা। বুধবার সকালে আমতার থানার অন্তর্গত চন্দ্রপুর ফাঁড়ি এলাকার চাখানার একটি নয়ানজুলি থেকে রহিমের নিথর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, রহিমের দেহ উদ্ধার হলেও তার নতুন টোটোর কোনো হদিস মেলেনি। তার পরিবারের অভিযোগ, রহিমকে খুন করে তার টোটো ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতিরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।