বসুন্ধরা দিবসেই আমতায় প্রাণ গেল গন্ধগোকুলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ১৯৭০ সাল থেকে পরিবেশ রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও ২২ শে এপ্রিল দিনটিকে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। এবারও বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান, প্রচারের মাধ্যমে দেশজুড়ে পালিত হচ্ছে বসুন্ধরা দিবস। বসুন্ধরা দিবসেই গ্রামীণ হাওড়ায় প্রাণ গেল বিরল হতে চলা গন্ধগোকুলের। শুক্রবার সকালে হাওড়া-আমতা রোডের আমতা-১ ব্লকের বড়মহরা কিষান মান্ডির কাছে মৃত অবস্থায় গন্ধগোকুলটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রাথমিক অনুমান, গাড়ির ধাক্কাতেই গন্ধগোকুলটির প্রাণ গেছে। বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভ দোয়ারীর কথায়, বিষয়টি শিক্ষক সৌরভ মান্না ও দিব্যেন্দু মেটের কাছ থেকে জানতে পারি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

তিনি আরও বলেন, বসুন্ধরা দিবসের দিনে বন্যপ্রাণীর এহেন মৃত্যু পরিবেশের প্রতি আমাদের অসচেতন মনোভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পরিবেশ রক্ষার্থে নেওয়া ব্যবস্থাগুলির ফাঁকফোকরও বিস্তর যে তা এই ঘটনা দেখিয়ে দিচ্ছে। তিনি জানান, এই প্রজাতির গন্ধগোকুল একসময় হাওড়া জেলায় বেশ ভালো সংখ্যায় পাওয়া যেত। কিন্তু বর্তমানে প্রায় দেখাই যায় না। তাই এইধরনের সংখ্যা কমে যাওয়া প্রাণীর মৃত্যু বেশ আশঙ্কাজনক। পরিবেশকর্মীদের দাবি, ঝোপঝাড়যুক্ত ও বন্যপ্রাণী অধ্যুষিত বিভিন্ন রাস্তার পাশে বিশেষ সাইনবোর্ড লাগালে এই দুর্ঘটনা থেকে অনেকাংশেই বন্যপ্রাণীদের বাঁচানো যেতে পারে।