ধুলাগড়ে জাতীয় সড়কের পাশে দাউদাউ করে জ্বলছে জঞ্জাল! দুর্ঘটনার আশঙ্কা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সার্ভিস রোড বরাবর লম্বা ট্রাকের সারি। তার ঠিক হাতখানেক দূরে দাউদাউ করে জ্বলছে আগুন! হ্যাঁ, শনিবার বিকালে এমনই অসচেতনতার ছবি ধরা পড়ল ১৬ নং জাতীয় সড়কের রাণীহাটি ও ধুলাগড় টোল প্লাজার মধ্যবর্তী সন্ধিপুর এলাকায়।

শুধু একদিন নয়, এছবি নিত্যদিনের এমনটাই অভিযোগ করেছেন সার্ভিস রোড দিয়ে চলাচলকারী মানুষজন। তাঁদের অভিযোগ, এমনিতেই সার্ভিস রোড জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে লরি, গ্যাস ট্যাঙ্কার, ম্যাটাডর।

আর সার্ভিস রোডের পাশেই স্তূপীকৃত জঞ্জালে মাঝেমধ্যেই কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। এহেন অসচেতনতার জেরে যে-কোনো সময় বড়সড় অগ্নিকান্ড কিমবা দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচলতি নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, এবিষয়ে দ্রুত নজর দিক জাতীয় সড়ক কর্তৃপক্ষ।