নিজস্ব সংবাদদাতা : রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই লক্ষ্যেই হাওড়া জেলার অন্যতম গড়চুমুক পর্যটনকেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়।
বৃহস্পতিবার বিকালে প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে গড়চুমুক ডিয়ার পার্ক, মিনি জু, ৫৮ গেট পরিদর্শন করেন পুলক রায়। জানা গেছে, হাওড়া জেলার এই জনপ্রিয় পর্যটনস্থলকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এই পরিদর্শন।
এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শ্যামপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।