নিজস্ব সংবাদদাতা : দিকে দিকে লাগাতার বৃক্ষচ্ছেদন আর নগরায়ণের ফলে ক্রমশ পৃথিবীর জলবায়ুর ক্রমশ পরিবর্তন ঘটছে। মেরুপ্রদেশে যেমন বরফ গলছে তেমনই ইউরোপের শীতপ্রধান দেশগুলিতে প্রবল দাবদাহ দেখা দিয়েছে। বিশ্বব্যাপী এই উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাবার প্রধান হাতিয়ার গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনসৃজন বা বৃক্ষরোপণের গুরুত্ব যে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে আর বলার অপেক্ষা রাখেনা। এবার ‘সবুজ আমতা’ গড়ার লক্ষ্যে এগিয়ে এলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধায়কের উদ্যোগে গ্রামীণ হাওড়ার আমতায় ‘সবুজের অভিযান’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
সোমবার আমতা-২ ব্লকের বেতাই মোড়ে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীল কুমার ঘোষ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আমতা বিধানসভা এলাকার ১০০ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বিভিন্ন ফলের গাছ তুলে দেওয়া হয়। সবুজের অভিযানে সামিল হয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বনসৃজন ও বৃক্ষরোপণের গুরুত্বের উপর আলোকপাত করেন। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, সবুজ আমতা গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।