বাড়ছে দুর্ঘটনা! পাঁচলায় জাতীয় সড়ক সংলগ্ন ‘অবৈধ’ দোকান উচ্ছেদের নির্দেশিকা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার পাঁচলার পানিয়াড়ায় ১৬ নং জাতীয় সড়কের ধারে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে বহু ছোটো দোকান। পথনিরাপত্তার স্বার্থে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদ করতে উদ্যোগী হল প্রশাসন।

অভিযোগ, ফুটপাত জুড়ে গড়ে ওঠা অসংখ্য চা, পান, লটারি, বিড়ি-সিগারেটের দোকানের জেরে ফুটপাত দিয়ে হাঁটতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষকে। বাধ্য হয়ে পিচের রাস্তাতেই নামতে হয় পথচারীদের। আর তার জেরেই ক্রমশ বাড়ছে দুর্ঘটনা।

জানা গেছে, এই চত্বরেই গত কয়েকদিনের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে তিন জনের। তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। গতকাল বুধবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা এইসমস্ত দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক-দু দিনের মধ্যে দোকান না সরালে ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচলতি মানুষ।