নিজস্ব সংবাদদাতা : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক হনুমানের। গুরুতর আহত আর একটি হনুমানকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল হাওড়া দক্ষিণ পূর্ব শাখার ফুলেশ্বর ও উলুবেড়িয়ার মাঝে ৪২ রেল ব্রীজের সামনে। জানা গেছে দুটি হনুমান রেল লাইনের উপর নিজেদের মধ্যে খেলা করার সময় একটি ট্রেনের সামনে চলে আসে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
ট্রেনের ধাক্কায় একটি হনুমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য হনুমান টি গুরুতর আহত হয়। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে এবং উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ঘটনাটি জানতে পারায় বন দফতরে খবর দেন। বন দফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমান টিকে চিকিৎসার জন্য গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।