আমতার গ্রামে গৃহস্থের বাড়ি থেকে চেন বাঁধা অবস্থায় হনুমান উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গৃহস্থের বাড়ি থেকে গলায় চেন বাঁধা অবস্থায় একটি পূর্ণ বয়স্ক হনুমানকে উদ্ধার করল বন দপ্তর। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের বালিচক গ্রাম পঞ্চায়েতের ভালুচক গ্রামে। জানা গেছে, ভালুচক গ্রামের এক বাসিন্দা বেশ কিছুদিন ধরে একটি পূর্ণ বয়স্ক হনুমানকে গলায় চেন বেঁধে নিজের কাছে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সেখানে পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা। তাঁরা দেখেন একটি গাছে হনুমানটিকে গলায় চেন দিয়ে বেধে রাখা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তৎক্ষনাৎ পূর্ণ বয়স্ক হনুমানটিকে উদ্ধার করেন বন কর্মীরা। অভিযোগ, ওই ব্যক্তি বেশ কয়েকমাস ধরে হনুমানটিকে পুষছিলেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী হনুমান পোষা যায়না। জানা গেছে, দীর্ঘদিন হনুমানটি মানুষের সংস্পর্শে থাকায় খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর পরিবেশে হনুমানটিকে ছাড়া হবে।