নিজস্ব সংবাদদাতা : হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। শুক্রবার ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন উলুবেড়িয়ার একটি রিসর্টে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, স্বাস্থ্য শিবিরে বিভিন্ন স্তরের পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী, এনভিএফ, হোমগার্ড, কন্ট্রাকচ্যুয়াল ড্রাইভার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রুপ-ডি কর্মীদের জন্য এই স্বাস্থ্য শিবির। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিনের শিবিরে ইসিজি, র্যান্ডম সুগার, ব্লাড প্রেসার, ইউরিক অ্যাসিড, লিভার ফাংশান সহ বিভিন্ন পরীক্ষা করেন চিকিৎসকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অলোকানন্দা ভাওয়াল, ইন্দ্রজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।