রাত পোহালেই ফের কোটাল, আশঙ্কায় দিন গুনছে উলুবেড়িয়ার হীরাপুর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ঠিক এক মাস আগে ইয়াসের দিন কোটালের জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামীণ হাওড়ার বেশ কিছু অঞ্চল। তারমধ্যে অন্যতম উলুবেড়িয়ার হীরাপুর। জলের তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হীরাপুর হাইস্কুল সংলগ্ন নদীবাঁধ। মাসঘুরে শিয়রে কোটাল।

রাত পোহালেই শনিবার পূর্ণিমার কোটাল। আর তাতেই আশঙ্কা বেড়েছে হীরাপুরের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জানা গেছে, ইয়াসের দিন বাঁধ উপচে জল ঢুকছিল হীরাপুরের একাধিক জায়গায়। তার জেরেই নদীবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা সেখ মোশারফ জানান, রাত পোহালেই ফের কোটাল। কী হবে জানিনা। খুব চিন্তায় আছি। অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।