আমতা-উদয়নারায়ণপুরে বন্যা নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ফি-বছর বন্যায় ভাসে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা সহ দামোদর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। সেই সমস্যা দূরীকরণে উদ্যোগী হয় রাজ্য সরকার।বিপুল ব্যয়ে সেচ দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় দামোদর ও বিভিন্ন খাল কাটাইয়ের কাজ।

এই মেগা প্রজেক্টের কাজ শুরু হওয়ার পরই দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় থমকে যায় নদী ও খাল কাটাইয়ের কাজ। অন্যদিকে, এবছর জুনের মাঝামাঝিতেই বাংলায় বর্ষার আগমন ঘটেছে।

তাই প্রশাসনের কর্তা থেকে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।বন্যা নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর লক্ষ্যে প্রশাসনও কোমড় বেঁধে নেমেছে। সেই কাজকে আরও সুসংগঠিত ও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গতকালই উদয়নারায়ণপুরের তাঁতহাটে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য,উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়,আমতার বিধায়ক অসিত মিত্র, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় সহ স্থানীয় প্রশাসনের কর্তারা।