নিজস্ব সংবাদদাতা : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার আমতা মোড় এলাকায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১৬ নং জাতীয় সড়কের মেদিনীপুরমুখী লেন ধরে দুটি গাড়ি কোলকাতার দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। তারমধ্যে একটি ছিল স্করপিও। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অভিযোগ, ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানার আমতা মোড়ের কাছে গাড়ি দুটির মধ্যে রেষারেষির জেরে একটি গাড়ি ছিটকে রাস্তার পাশে চলে যায়৷ অন্যদিকে, স্করপিওটি ছিটকে পাশ্ববর্তী কোলকাতামুখী লেনে চলে আসে। সেই সময় মেদিনীপুরের দিক থেকে আসা একটা দশ চাকা লরির সাথে স্করপিওটির জোর সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে স্করপিওর যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় আহতদের উদ্ধার করা হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে স্করপিওটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।