নিজস্ব সংবাদদাতা : ভয়ঙ্কর হত্যাকাণ্ডে উত্তাল রাজস্থান।মরুরাজ্যের উদয়পুরে মঙ্গলবার ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। উল্লেখ্য, নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। অভিযোগ, সেই কারণেই দোকানে ঢুকে কানহাইয়া লাল নামক ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। এই নৃশংস হত্যার বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
রাজস্থানের উদয়পুরে খুন হওয়া কানহাইয়া লালের আত্মার শান্তি কামনায় ও খুনিদের যথাযথ শাস্তির দাবিতে উলুবেড়িয়া-২ ব্লকে বিজেপির মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সন্ধ্যায় উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি অঞ্চলে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে মোমবাতি হাতে যোগদান করেছিলেন এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা চিরন বেরা। মিছিলটি জোয়ারগড়ী অঞ্চলের মধুবাটি থেকে শুরু হয়ে দঘড়া মোড়ে গিয়ে শেষ হয়।